এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পীরগঞ্জ উপজেলাধীন ২০ (কুড়ি) একরের পর্যন্ত অ-ইজারাকৃত বদ্ধ জলমহালসমূহ হতে “সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯” এর ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ৩০ চৈত্র পর্যন্ত খাস আদায় ব্যবস্থাপনার নিমিত্ত প্রকৃত নিবন্ধিত মৎস্যজীবী সমিতি/ মৎস্যজীবী সংগঠন/ মৎস্য চাষী/ মৎস্য ব্যবসায়ী/ মুক্তিযোদ্ধা ও আগ্রহী ব্যক্তিগণের নিকট হতে মূল্য উল্লেখপূর্বক সিলগালাযুক্ত আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস